জামেয়ার প্রতিষ্ঠা :
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দারুল উলুম দেওবন্দের অনুসরণে তাবলীগ, তাযকিয়া ও এ’লায়ে কালিমাতুলাহর জযবা নিয়ে ওলীকুল শিরোমণি শাইখুল মাশায়েখ হযরত মাওলানা শাইখ তাজাম্মুল আলী জালালাবাদী (র.) এর দোয়া ও এজাযতে তারই সুযোগ্য ছাত্র ও বিশিষ্ট খলীফা, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান, বাংলাদেশে ইসলামী আন্দোলনের অগ্রসেনানী, সাবেক ধর্ম প্রতি মন্ত্রী, সাবেক হুইপ ও বার বার নির্বচিত সাবেক সংসদ সদস্য মুফতী মুহাম্মদ ওয়াক্কাস যশোর জেলার মণিরামপুর উপজেলায় ১০ রমজান ১৩৯৩ হিজরী মোতাবেক ১৯৭৩ ইং সনে সাবাহী মক্তব অতঃপর ১৩৯৭ হিজরী মোতাবেক ১৯৭৭ ইং সনে হেফজ খানা প্রতিষ্টা করেন । যার ধারাবাহিকতায় ১৪০২ হিজরী মোতাবেক ১৯৮২ ইং সনে প্রতিষ্ঠা লাভ করে “জামেয়া ইমদাদিয়া মাদানীনগর” হযরত শায়েখ তজম্মুল আলী (রহঃ) জামেয়ার উদ্বোধন করেন।
মুফতী সাহেব খুলনা দারুল উলুম মাদ্রাসায় শাইখুল হাদীস ও প্রধান মুফতীর দায়িত্ব পালনকালে একই সাথে মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হিসেবে এর পরিচালনার দায়িত্ব পালন করতে থাকেন। প্রধান পৃষ্ঠপোষক ও মজলিসে শুরার সভাপতির দায়িত্ব পালন করেন হযরত মাওলানা শাইখ তজম্মুল আলী (র.)।
প্রতিষ্ঠালগ্ন থেকেই জামেয়াটি উত্তরোত্তর তারাক্কি লাভ করতে থাকে। সুদক্ষ শিক্ষক মণ্ডলী কর্তৃক অতি সুনামের সাথে জামেয়ার শিক্ষা কার্যক্রম চালু থাকায় অতিদ্রুত এর বিস্তৃতি লাভ ঘটে। ফলে কিছু দিনের মধ্যেই জামেয়ায় হেফজখানা,ক্বেরাতখানাসহ দারুল উলুম দেওবন্দ ও বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের নেসাব অনুযায়ী দাওরায়ে হাদীস (তাকমীল) পর্যন্ত দরস চালু হয়। ২০০৩ ইং মোতাবেক ১৪২৪ হিজরীতে বালক শাখায় দাওরায়ে হাদীসের সবক শুরু হয়। জামেয়ার মুহতামিম মুফতী সাহেব শাইখুল হাদীসের দায়িত্ব পালন করছেন।
বালিকা শাখা ঃ “দ্বীনি ইল্ম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরয”। জাতীয় ও
আন্তর্জাতিক কুফরী শক্তিসমূহ মুসলিম জাতিকে ধ্বংস করার লক্ষ্যে নারীসমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নারীসমাজ তথা মুসলিম জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার নিমিত্তে মুফতী সাহেব ১৪০৯ হিজরী মোতাবেক ১৯৮৯ইং মাসে জামেয়ার বালিকা শাখা প্রতিষ্ঠা করেন। বালিকা শাখার উদ্বোধন করেন জামেয়ার প্রধান মুরব্বী হযরত মাওলানা শাইখ তজম্মুল আলী (র.)। অতি শীঘ্রই খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে পঙ্গপালের ন্যায় বালিকা শাখায় ছাত্রী সমাগম ঘটে। এবং দক্ষিন বঙ্গের সর্ববৃহৎ মাদ্রসা হিসেবে পরিচিত লাভ করে। শাওয়াল ১৪১৫ হিজরী মোতাবেক ১৯৯৫ইং বালিকা শাখায় ‘দাওরায়ে হাদীসের’ সবক শুরু হয়। প্রখ্যাত হাদীস বিশারদ জামেয়ার মুহতামিম মুফতী সাহেবের অনন্য দরসে হাদীসের ফলে কওমী মাদ্রাসা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় ছাত্রীগণ কৃতিত্বের স্বাক্ষর রাখতে থাকে। শরয়ী পর্দার সাথে নারী শিক্ষার এক অনন্য নজির স্থাপন করেছে জামেয়ার বালিকা শাখা।